UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ভূরুঙ্গামারীতে ঈদুল ফিতর

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইক ডাঙ্গা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮ টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মোকছেদুল হক।
অনেকদিন ধরে ভূরুঙ্গামারীর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ ও রোজাসহ যেকোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে। কিন্তু গত কয়েক বছর থেকে সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে রোজা ও ঈদের নামাজ আদায় করেন কিছু মানুষ। তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামে পরিচিত।

(ঊষার আলো-এমএনএস)