UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মনিরামপুরে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন

koushikkln
নভেম্বর ২৩, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মনিরামপুরে দ্বিতীয় দিনের মত করোনার টিকা নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ৬ টি মহাবিদ্যালয়ের ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

এদিকে মঙ্গলবার মনিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন দপ্তরের চিকিৎসক রেহেনেওয়াজ, মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবাকর মন্ডল, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের সহকারী জিয়াউর রহমান বলেন, আজ (মঙ্গলবার) রাজগঞ্জ মহাবিদ্যালয়ের ৩৫৯ জন, চিনাটোলা মহাবিদ্যালয়ের ১০৭ জন, মশিয়াহাটি মহাবিদ্যালয়ের ১৬৮ জন, সম্মিলনী মহাবিদ্যালয়ের ১৬৩ জন, গোপালপুর মহাবিদ্যালয়ের ১১৮ জন ও ঢাকুরিয়া মহাবিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থী করোনার টিকা নিয়েছেন। আগামীকাল বুধবার বাকি ৮ মহাবিদ্যালয়ের ৭৮৫ পরীক্ষার্থী টিকা নেবেন।