UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মনিরামপুরে বিএনপির ৩০ নেতাকর্মীর জামিন

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে পুলিশের দায়েরকৃত নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তিকালিন জামিনের পর মঙ্গলবার (২৮ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন (আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা পর্যন্ত) লাভ করেন বিএনপির ৩০ নেতাকর্মী।

তারা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ গফুর ও আশেক মাসুক সুমন।

জামিনপ্রাপ্তরা হলেন মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য আবদুস সালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, রোহিতার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকুরিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার জালাল উদ্দিন, মাষ্টার মতিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার দফাদার, কাশিমনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুবদল নেতা আসলাম হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, গফ্ফার মাহমুদ, গোলাম সরোয়ার, খালিদ সায়ফুল্লাহ, ফারুক হোসেন, জাকারিয়া হোসেন, আবু তাহের, জিএম আলতাফ হোসেন, মোসলেম উদ্দিন।

উল্লেখ্য, বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফলের লক্ষে ৮ ফেব্রুয়ারি মনিরামপুর পৌর ও থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে। পরে এসআই সুমন হোসেন বাদী হয়ে ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে এবং ১১ ফেব্রুয়ারি এসআই আশিকুর রহমান বাদী হয়ে অপর ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন।

মামলায় পুলিশ আরো পাঁচ জনকে আটক করে। ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে ৩১ নেতাকর্মী অর্ন্তবর্তিকালিন জামিন লাভ করেন।