UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মন্দিরে পানি পান করতে যাওয়ায় মুসলিম শিশুকে নির্যাতন, আটক ১

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির একটি মন্দিরে পানি পান করতে গিয়ে বর্বর নির্যাতনের শিকার আসিফ নামে ১ মুসলিম শিশু।
শিশুটির ওপর নৃশংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ভাইরাল ভিডিওটি দেখে শিশুটির ওপর পশুর মতো ছাপিয়ে পড়া বর্ণবাদী ওই দুর্বৃত্তকে শনিবার আটক করেছে।
ভারতের রাজধানী থেকে ৩৩ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে।
গাজিয়াবাদ পুলিশের মুখপাত্র বরুণ কুমার গণমাধ্যমকে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নির্যাতনের ভিডিওটি দেখে এ ঘটনায় আটক শ্রীংগি নন্দ যাদব নামে ১ হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৪ সালে ভারতে কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর থেকেই দেশটিতে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করেছে।
এসব ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাদেরকে আটক করে না। পরে চার্জশিট থেকেও তাদের নাম বাদ পড়ে যায়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়েছে এ ধরনের বর্ণবাদী হামলায় কট্টর হিন্দুত্ববাদীরা পিটিয়ে মুসলিমসহ ৫৩ সংখ্যালঘুকে এ পর্যন্ত হত্যা করেছে। গুরুতর আহত ও পঙ্গু করেছে আরও ২ শতাধিক সংখ্যালঘুকে।

 

(ঊষার আলো-এম.এইচ)