UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্দিরে হামলার চক্রান্ত সফল হয়নি: ফারুকী

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্টের পর দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৫-২০ দিন দেশের কোথাও পুলিশের ভূমিকা দেখা যায়নি। এ সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। নিজেরা নিজেদের পাশে দাঁড়িয়েছে। এটাই মূলত বাংলাদেশ। পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও তাদের দোসররা মন্দিরে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই চক্রান্ত দেশের মানুষ রুখে দিয়েছে। ফলে চক্রান্ত সফল হয়নি।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আয়োজিত মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী আরও বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে। লোক কারুশিল্পের শিল্পীদের উৎপাদিত পণ্য সারা বছর যাতে প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয় সে বিষয়টি নিয়ে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। পানাম নগরের পুরোনো জরাজীর্ণ ভবনগুলো কিভাবে সংস্কার করা যায় সেটি নিয়েও কাজ করবে মন্ত্রণালয়। স্থাপনা সংরক্ষণের পর হ্যারিটেজ মিউজিয়াম ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

১৯৭৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবে মাসব্যাপী লোকজ মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় কারুশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, কর্মরত কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

ঊষার আলো-এসএ