UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

usharalodesk
জুলাই ১৭, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৮২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।রোববার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহীউদ্দীন খান মুন।মহিউদ্দীন খান বলেন, টাঙ্গাইল জেলার বাসিন্দা আলাউদ্দিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে তিনি মারা যান।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চারজনসহ  মোট ৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ঊষার আলো-এসএ