UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মরেও যার কর্মের মৃত্যু হয়নি

usharalodesk
জুন ৫, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খ্যাতিমান ও জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে যার অবদান অপরিসীম।

তিনি ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তাঁর পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর নিকট বারাকপুর গ্রামে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত দুটি উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে ইছামতী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় বিশটি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস এবং বেশ কয়েকটি ভ্রমণকাহিনী ও দিনলিপিও রচনা করেন। তার লেখা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। এছাড়া ২০১৩ সালে বিখ্যাত চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জী ‘চাঁদের পাহাড়’কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন।

বিভূতিভূষণ ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। ১৯৫০ সালের পহেলা নভেম্বর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঊষার আলো-এফএসপি)