UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু আজ

ঊষার আলো
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ১০ দিনের জন্য ডিএনসিসির পাঁচটি ওয়ার্ডে মশার প্রকোপ নিয়ন্ত্রণে সব বিভাগের ‘সমন্বিত ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা শুরু হবে আজ। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ১০ দিনব্যাপী সমন্বিত মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার কুর্মিটোলা বিমানবন্দর এলাকার সিভিল অ্যাভিয়েশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন কাওলা খাল এলাকায় মন্বিত মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।এর আগে গত রবিবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে শুষ্ক মৌসুমে মশার প্রকোপ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মশার বর্তমান পরিস্থিতি এবং মশা নিধনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে সভায় আজ বুধবার থেকে ১৫ দিনের জন্য ডিএনসিসির পাঁচটি ওয়ার্ডে (১, ১৭, ৪৯, ৫০ ও ৫২) মশার প্রকোপ নিয়ন্ত্রণে সব বিভাগের ‘সমন্বিত ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনার নির্দেশ দেন মেয়র। যদিও সবশেষ ১০ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করবে সংস্থাটি।

ঊষার আলো-এসএ