UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোয় আক্রমণ ইউক্রেনের

ঊষার আলো
মে ৩০, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ ভোরে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এর জবাবে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোতে ড্রোন হামলার দাবি করেছেন সেখানকার মেয়র সের্গেই সোবিয়ানিন।

সের্গেই সোবিয়ানিন বলেন, মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সময় চালানো ড্রোন হামলায় কিছু ভবনের সামান্য ক্ষতি হয়েছে। শহরের জরুরি সেবাবিষয়ক সংস্থাগুলো ঘটনাস্থলে গেছে…কেউ গুরুতর আহত হয়েছে, এমনটা জানা যায়নি।’

মস্কোর অবস্থান ইউক্রেন থেকে এক হাজারের বেশি কিলোমিটার দূরে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোয় ড্রোন হামলার ঘটনা বিরল। তবে রাশিয়ার অন্যান্য অংশে প্রায় নিয়মিতই ড্রোন হামলা হয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, আঘাত হানার স্থল থেকে ধোঁয়া উড়ছে। কিছু ভবনের জানালা ভাঙা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মঙ্গলবার ভোরে কিয়েভে নতুন করে ‘বিশাল’ হামলা শুরু করেছে এবং ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে তৎপর রয়েছে বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘ব্যাপক আক্রমণ হচ্ছে! কেউ নিরাপদ আশ্রয় ত্যাগ করবেন না।’

ঊষার আলো-এসএ