UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহসেন জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল

ঊষার আলো
জুন ৪, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদরউদ্দিন : শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার (৪ জুন) বিকাল ৫টায় গাফফারফুড মোড় থেকে শুরু হয়ে মিলগেটে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, মোঃ মোঃ বাবুল শেখ, আবু তালেব, মোঃ সোহরাব, মোঃ বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন শ্রমিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে, অতিদ্রুত, জেলা প্রশাসক ও শ্রম পরিচালক এর মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।

(ঊষার আলো-এমএনএস)