১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার সকাল দশটায় রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর নেতৃত্বে রাউজান মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ , সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, হামরুল ইসলাম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ,আরফাত হোসেন, সদস্য রয়েল দত্ত প্রমুখ।