রাউজান প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা করেছেন রাউজান প্রেস ক্লাব।
গত রোববার (২৬ মার্চ) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে নিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ন সাধারন সম্পাদক লোকমান আনসারি, অর্থ সম্পাদক শাহাদৎ হোসেন সাজ্জাদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের বুকে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের নজীর দ্বিতীয়টি নেই। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।