UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহারাজের স্পিন বিষে হোয়াইটওয়াশ শ্রীলংকা

usharalodesk
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : হোয়াইটওয়াশ এড়াতে পঞ্চম দিনে ১৪৩ রান করতে হতো শ্রীলংকাকে। হাতে ছিল ৫ উইকেট। তাই জয়ের স্বপ্নটা ছিলই। আর তা হলে রেকর্ড বইয়ের নাম লেখানো হয়ে যেত লংকানদের। তবে শেষ পর্যন্ত এসবের কিছুই হয়নি।

মাত্র ১৯ রানের ব্যবধানে পঞ্চম দিনে ৫ উইকেট খুইয়ে লংকানরা অলআউট হয়ে গিয়েছে ২৩৮ রানে। আর তাতে ১০৯ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আগের দিন যেই স্বপ্ন দেখিয়েছিল লংকানরা। পঞ্চমদিনে তাদের সেই স্বপ্ন একাই গুঁড়িয়ে দিয়েছেন কেশভ মহারাজ। এই স্পিনারের বিষে ১৯ রানেই শেষ লংকানদের বাকি ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন মহারাজ। বাকি এক উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

এর আগে, প্রথম ইনিংসে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা। যার জবাবে ৩২৮ রান তুলে শ্রীলংকা। এরপর ৩০ রানের লিডের সঙ্গে নতুন করে আরও ৩১৭ রান জমা করে শ্রীলংকাকে ৩৪৮ রানের টার্গেট ছুড়ে প্রোটিয়ারা। যার জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৩৮ রানে থেমেছে লংকানদের ইনিংস।

এর আগে, প্রথম টেস্টে প্রোটিয়ারা জিতেছিল ২৩৩ রানে। লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো প্রোটিয়াদের। চলতি চক্রের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা।

ঊষার আলো-এসএ