মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫ তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম, সরোয়ার্দী সিকদার।সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চলনায় তকরির করেন আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ ঋহাসান রেজা আল-কাদেরী, আল্লামা ইদ্রিস আনচারী, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, আল্লামা হারুনর রশীদ নকশবন্দী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস.এম. হাসান জাবেদ, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ কোব্বাদ চৌধুরী,মোহাম্মদ মনসুর মিয়া। পরে নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও দরিদ্র নারীদের ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।মিলাদ কিয়াম ও মোনাজাতের পর নেয়াজ তাবারুক বিতরণ করা হয়।