UsharAlo logo
বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুঃস্থ শিল্পীদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা

ঊষার আলো
মে ৯, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাগুরা জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৭৮জন দুঃস্থ শিল্পী ও খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন।
এ সময় করোনায় ১৭৮ জন কর্মহীন ও দুঃস্থ খেলোয়াড় এবং শিল্পীদের মাঝে ৪ হাজার টাকা করে ৭লক্ষ ১২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়ন মাগুরা দলকে ১ লক্ষ টাকা ও ৪০ জন অসহায় মহিলাকে সেলাই মেসিন প্রাদন করা হয়।

(ঊষার আলো-এমএনএস)