UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ভুয়া সিআইডি আটক

usharalodesk
জুন ২৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাগুরায় ভুয়া সিআইডি পরিচয়ে ১ জন প্রতারক ব্যক্তিকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। মাগুরার ঢাকা রোড এলাকা থেকে ধাওয়া করে ভায়নার মোড়ে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার সময়ে ভুয়া সিআইডি পরিচয় দানকারী এমডি মোল্যা (মিষ্টার মোল্যাকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। এমডি মোল্যার বাড়ি ফরিদপুর জেলার মধুখালি থানার বৈকন্ঠপুর গ্রামে, সে বৈকুন্ঠপুর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
এ বিষয়ে মাগুরা ডিবি (ওসি) নাসির হোসেন জানান, ভুয়া সিআইডি পরিচয় দিয়ে সে অনেক দিন ধরে মাগুরা শহরের মধ্যে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছে। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভায়না মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড, গায়ে পরিহিত সিআইডি কোর্ট ও চাঁদাবাজির কাজে ব্যবহারিত একটি মোটর সাইকেল। ভুয়া সিআইডি পুলিশ ও চাঁদাবাজির ঘটনায় মাগুরা সদর থানায় তার নামে একটি মামলা প্রক্রিয়াধীন চলছে।
(ঊষার আলো-এমএনএস)