UsharAlo logo
বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাগুরা সদরের পারনান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন।
নিহতরা হলেন, সদর উপজেলার পারন্দুয়ালী গ্রামের বাধন বিশ্বাস (২৪) ও নিশান (২৫)। বাধন পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারীপাড়ার ওহিদুর রহমানের ছেলে। তিনি পেশায় ক্রেনচালক। নিহত অপর ব্যক্তি নিশান যশোরের চৌগাছি থানার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনায় আসছিলেন নিশানসহ দুই মোটরসাইকেল আরোহী। পারনান্দুয়ালী ৩নং ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক নিহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস দুজনকেই মৃত ঘোষণা করেন।
সদর থানা ওসি জানান, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দু’টি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)