UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ

usharalodesk
মে ৬, ২০২১ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সকল শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার ( ৬ মে) বেলা ১১টায় জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের মাগুরা জেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র নেতা নিখিল মিত্র ও বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু।
বক্তারা জানান, একদিকে চাল-তেলসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে।
অন্যদিকে করোনাকালে ৯৫ ভাগ মানুষের আয় কমেছে। এ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম কমানোর পাশাপাশি স্বল্প আয়ের মানুষদের জন্য সামরিক বাহিনীর রেটে রেশনিং ব্যবস্থা চালু করা ও ঈদের আগে গার্মেন্টসসহ সকল শ্রমিক-কর্মচারীর বেতন- বোনাস পরিশোধের দাবি জানায় বক্তারা।

(ঊষার আলো-এমএনএস)