UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় সরকারি সহায়তার দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লকডাউনে বন্ধ থাকা মাগুরার দুরপাল্লার বাস কাউন্টার মলিক ও শ্রমিকরা সরকারি আর্থিক ও খাদ্য সহায়তার দাবিতে মানববন্ধন করেছে। বুধবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হানানুল কবির বাদশা, লিয়াকত আলী, রানা মোল্লা, আকিদুল ইসলাম, মিজানুর রহমান, রেজাউল ইসলাম। তারা বলেন, লকডাউনে সকল ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কম-বেশি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু লকডাউনে দুরপাল্লার সকল বাস বন্ধ থাকায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের শতাধিক কাউন্টার মালিক ও শ্রমিক দীর্ঘদিন সম্পুর্ণ বেকার জীবন-যাপন করছেন। এতে অধিকাংশ পরিবারের সদস্যদের খেয়ে না খেয়ে দিন কাটছে। বেকার এ সকল কাউন্টার মালিক ও শ্রমিক তাদের জীবন বাঁচাতে সরকারের কাছে দ্রুত অর্থিক ও খাদ্য সহায়তা প্রদানের দাবি জানান।

(ঊষার আলো-এমএনএস)