UsharAlo logo
শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে ভর্তি

pial
জুন ৭, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে বিমানবন্দরের হেলথ ডেস্কের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেই ব্যক্তি দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছান। তবে তার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঠিক কী ধরনের উপসর্গ নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন সেটা সম্পর্কেও এখনো বিস্তারিত জানা যায়নি।

মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাল ইনফেকশন, যে ভাইরাস পশ্চিম আফ্রিকা এবং মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণি ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে।

(ঊষার আলো-এফএসপি)