ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকালে ডেমরা থেকে সিলেটের মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান।
ঊষার আলো-এসএ