UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঝ নদী থেকে শিশুসহ ১২ জনের প্রাণ বাঁচালো এএসআই বদরুল

usharalodesk
জুলাই ৬, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানার বেলতলা ঘাটে উত্তাল কীর্তনখোলা নদীর স্রোতে ডুবতে বসা একটি ট্রলার থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
যানা যায়, বিধিনিষেধ বাস্তবায়নে যাওয়া এএসআই বদরুল ইসলামের চোখ হঠাৎ করে মাঝ নদীতে পড়ে। তিনি এক মুহূর্তও দেরি না করে ঘাটে থাকা স্পিডবোট ও ট্রলার নিয়ে নারী-শিশুসহ ১২ জনকে উদ্ধার করেন।
এএসআই বদরুল ইসলাম বলেন, আমি কাউনিয়া থানার বেলতলা ঘাটে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ করেই চোখে পড়ে নদীর মাঝ বরাবর একটি ট্রলার প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ডুবে যাচ্ছে।
তিনি আরও বলেন, নৌকাটি ডুবতে দেখে আমি কোনো কিছু চিন্তা না করেই তাৎক্ষণিক ঘাটে থাকা একটি স্পিডবোট ও অপর একটি ট্রলারের সাহায্য নিয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যাই। ডুবে যাওয়া নৌকায় থাকা ১২ যাত্রীকে উদ্ধার করি। যাত্রীদের মধ্যে ৪ শিশু, ২ নারী ও ৬ জন পুরুষ ছিল। এদের মধ্যে ২ নারী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাদের বেলতলায় স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়, বাকিরা সুস্থ ও স্বাভাবিক ছিলেন।

(ঊষার আলো- এম.এইচ)