UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকে নাম লেখালেন সিরিয়ার কিশোরী

usharalodesk
জুলাই ২৪, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার এই কিশোরীর অলিম্পিকে নাম লেখানোর ঘটনাটাও বেশ চমকপ্রদ। এশিয়া অঞ্চলে ৪২ বছরের এক প্রতিযোগীকে হারিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। কিন্তু ভাগ্যে সুপ্রসন্ন ছিল না তার। ৪-০ সেটে হেরে যান অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে।

৫ বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেছেন হেনড জাজা। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াতে তাকে প্রতি পদে পদে বাধা এড়াতে হয়েছে। টুর্নামেন্টেও অংশ নিতে পারেননি, খেলার সরঞ্জাম পর্যন্ত পাননি। অনুশীলনেও ব্যাঘাত ঘটেছে। টোকিও অলিম্পিকে হেরে যান হেনড জাজা। কিন্তু তিনি মনে করেন, টোকিও অলিম্পিকে অংশ নেওয়াই তার জন্য এক বড় অর্জন। তাকে জিততে বলা হয়নি বলা হয়েছে আনন্দের সাথে খেলতে। এখানে প্রাপ্ত অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাবেন পরবর্তী অলিম্পিকের আসরে।

হেনড আবদুর রউফ জাজা টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ও টেবিল টেনিসের অলিম্পিক ইতিহাসে কম বয়সী ক্রীড়াবিদ। তিনি ৫২ বছরের মধ্যে সবচেয়ে ছোট বয়সের অলিম্পিয়ান। জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি।

(ঊষার আলো-এফএসপি)