UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকাসক্ত যুবকের কোপে স্ত্রী ও শাশুড়ি আহত

usharalodesk
জুন ২৭, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত যুবক। আহতরা হলেন- সৈয়দা আক্তার (২০) ও তার মা হোসনে আরা (৫৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৬ জুন শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার কাপ্তাই রাস্তার মাথা ব্যাটারি কলোনি এলাকার জমিদার পারভেজের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেছেন, শনিবার দিবাগত রাতে চান্দগাঁও এলাকা থেকে মাদকাসক্ত যুবকের কোপে আহত অবস্থায় তার স্ত্রী ও শাশুড়িকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। পরে স্ত্রীকে হাসপাতালের ২৮ নম্বর ও শাশুড়িকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)