ঊষার আলো রিপোর্ট : সীমান্ত পেরিয়ে মাদকের বড় চালান পৌঁছে দিতে এসে আটক হয়েছেন একজন ভারতীয় যুবক। মাদকের চালান বুঝে নেওয়ার সময় সেই সঙ্গে আটক হয়েছেন এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার কাগমারী গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) মঙ্গলবার গভীর রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে রাজশাহীর বাঘার সীমান্তবর্তী আলাইপুার গ্রামের জামালের আমবাগানে ৭৪৩ বোতল ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে হস্তান্তরের অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি অভিযানিক দল জামালের আমবাগানের গিয়ে গাছে উঠে আগে থেকেই বসেছিলেন মাদকের চালান আটকের জন্য।
বুধবার ভোরের দিকে ফেনসিডিলের চালান গ্রহণের জন্য বাঘার আলাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে চপল আলী (৩৫) ঘটনাস্থলে উপস্থিত হলে ডিবি পুলিশ তাদের আটক করেন। ঘটনাস্থল থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঊষার আলো-এসএ