UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় ওয়ার্ড বিএনপি নেতা মাজুসহ দু’জনের কারাদন্ড

ঊষার আলো প্রতিবেদক
মে ১৯, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নগরীর খালিশপুরে মাদক মামলায় ১০নং ওয়ার্ড বিএনপি সাঃ সম্পাদক মাজুসহ দু’জনের কারাদন্ড দিয়েছে আদালত। খুলনা মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মফিজুর রহামান মাজু ও তার সহযোগী আবু দাউদকে মাদক মামলায় এক বছরের সাজা দিয়েছে মহানগর হাকিম আদালত।

রোববার  আদালতের বিচারক মোহাম্মাদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষনার পর ওই একইদিন আদালত আসামীদের আপীল করার শর্তে জামিন দিয়েছেন। মফিজুর রহমান মাজু খালিশপুর কাশিপুর কলোনী এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও আদালত  সূত্র জানায়, ২০১৭  সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুর হাউজিং এলাকায় পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন বিএনপি ১০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজু ও তার সহযোগী আবু দাউদ। এ ঘটনায় খালিশপুর থানার এস আই আবুল হাসানাত বাদী হয়ে দু’ জনের নাম উল্লেখ করে খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ২৪। একই বছরের ২৩ অক্টোবর খালিশপুর থানার এসআই মিজানুর রহমান তাদের দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. জামাল হোসেন বলেন, মাদক মামলায় দু’জনের এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। তবে ২০ কার্যদিবসের মধ্যে এ রায়ের বিরুদ্ধে আপীল করবেন-এই শর্তে তাদের জামিন দিয়েছে আদালত। আপীল না করলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে।

খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি হুমায়ুন কবির উজ্জল সত্যতা স্বীকার করে বলেন, আপীল করার শর্তে তাদের দু’জনকে জামিন দেওয়া হয়েছে। এদিকে খালিশপুর থানা সূত্র জানায়,মফিজুর রহমান মাজুর বিরুদ্ধে অন্তত এক ডজন মামলার রয়েছে।  যার অধিকাংশই মাদক মামলা।

ঊআ-বিএস