UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

usharalodesk
মে ২০, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন নামে (৪৫) এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামের অপর একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। সীমা খাতুন দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। তবে তিনি গোবিন্দগঞ্জের চরমগাছা পার্বতীপুর এলাকায় স্বামী খোকন মোল্লার সঙ্গে বসবাস করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুন্নাহার বেবী জানান, তিনি এ মামলার রায়ে সন্তুষ্ট।

এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

ঊষার আলো-এসএ