UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে ত্রিমুখী সংঘর্ষে লেকের পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

usharalodesk
জুলাই ১৮, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনী লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। এ ছাড়া বিচ্ছিন্নভাবে ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

মৃত ওই শিক্ষার্থী মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে দীপ্ত দে (২২)। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের ডিসি ব্রিজ এলাকা দিয়ে পুরাতন কোর্টে দিকে আসতে থাকে। পরে সদর থানা পুলিশের সাথে ছাত্রলীগ মিলিত হয়ে কোটাবিরোধীদের ধাওয়া দেয়। এতে তারাও ধাওয়া দিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়।

এ সময় পুলিশের ধাওয়া খেয়ে চার শিক্ষার্থী শকুনী লেকে লাফ দিয়ে পড়ে যায়। এতে ৩ জন সাঁতরে উপরে উঠলেও দীপ্ত দে নিখোঁজ থাকেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, এ ঘটনায় পুলিশ অন্তত ১শ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। আর বিচ্ছিন্নভাবে ৮ জনকে আটক করেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ঊষার আলো-এসএ