UsharAlo logo
রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মানসিক রোগীদের মূল সেবা তাদেরকে সঙ্গ দেয়া : বাগেরহাটের সিভিল সার্জন

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির বলেছেন মানসিক রোগীদের কোন ভাবেই অবহেলা করা যাবে না। এদের জন্য মুল সেবা সকলকে আন্তরিক সঙ্গ দেয়া।

জরিপমতে, দেশে শতকরা ১৬ জন মানসিক রোগী রয়েছে। এরা কোননা কোনভাবে মানসিক রোগী। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সরকারি -বেসরকারি সংস্থাসহ সকলকে কাজ করতে হবে। সামাজিকভাবে কাজ করতে হবে। উন্নয়নশীল বাংলাদেশে মাসনিক রোগিদের অতিগুরুত্ব দিয়ে বর্তমান সরকার নানা কর্মসুচি হাতে নিয়েছে এবং কাজ করছে। আগামিতে পাঠ্যসুচিতেও মানসিক রোগিদের নিয়ে করনীয় বিষয় অন্তরভুক্তি হবে বলে আসা করছি। দাতা সংস্থা কমিক রিলিফ ইউকের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা এডিডি ইন্টার ন্যাশনালের আয়োজনে বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে শিশু ও তরুন-তরুনীদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সভায় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের প্রথম পর্যায় শুরু হয়েছে। প্রতিরোধে ভ্যাকসিনের পাশাপাশি সকলকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য বিধি মানতে হবে। কোন কু সংস্কার বা গুজবে কান দিবেন না। মাস্ক পরলে করোনা থেকে ৯০ ভাগ নিরাপদ থাকা যায়। এডিডির প্রোজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার ও স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী। সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ডাঃ পলাশ চন্দ্র দাস, উদায়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক শেখ আসাদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আজাদুল হক, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক হুমাউন কবির, ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ মিজানুর রহমান, প্রতিবন্ধি সংগঠনের প্রধান হারুনউর রশিদ, আজিজুর রহমান প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)