UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুই মেয়েসহ মায়ের লাশ উদ্ধার

ঊষার আলো
মে ৮, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওরে বাড়ি থেকে দুই মেয়েসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মে) সকাল ৭টার দিকে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরজাহান লাবনী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ঊষার আলো-এসএ