UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মামলা-হমলা দেওয়া হলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে: মামুনুল

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা বা মামলা করা হলে বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ‘আর যদি আমার কোনও ভাইকে হত্যা করা হয়, আবারও যদি কোনও গুলি চলে, আর যদি কোনও ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ হতে তেঁতুলিয়া গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’

সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ রোববার (২৮ মার্চ) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ হেফাজতের হরতাল কর্মসূচি। তবে আওয়ামী লীগের কোনও কর্মসূচি নেই। তারপরও কেন তাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে নেমেছেন। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ ও বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান একজন আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা করলো। মনে রাখবেন, এভাবে গুলি করে দমানো যাবে না হেফাজতকে।

এ সময় হেফাজত নেতা জোনায়েদ আল হাবিব ও মুফতি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

তার আগে হেফাজতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বায়তুল মোকাররম উত্তরগেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। সেই মিছিলটি পল্টন ঘুরে উত্তর গেটে গিয়ে শেষ হয়।

(ঊষার আলো-এফএসপি)