UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মালিককে টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে মাদরাসাছাত্র

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের বাগাতিপাড়ায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে চতুর্থ শ্রেণির ছাত্র সাকিব। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামনগর বাজারে প্রকৃত মালিকের কাছে টাকা হস্তান্তর করা হয়।সাকিব উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ গ্রামের সাগর আলীর ছেলে এবং দারুল উমুল শফিকিয়া কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

সাকিব জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে জামনগর বাজারে যাচ্ছিল সে। পথিমধ্যে জামনগর স্কুল মোড় সংলগ্ন রাস্তায় ১৩ হাজার টাকা কুড়িয়ে পায়। কিন্তু প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে সন্ধান করতে থাকে সে। এক পর্যায়ে টাকার মালিক স্থানীয় জামনগর বাজারের সার ব্যবসায়ী রিয়েল আহম্মেদের খোঁজ পায়। পরে বাজারে লোকজনের উপস্থিতিতে টাকাগুলো মালিককে ফেরত দেয়।

ব্যবসায়ী রিয়েল আহম্মেদ বলেন, ব্যবসার কাজের টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাইনি। টাকাগুলো না পেয়ে দোকানে ফিরে আসি। পরে ওই শিশু টাকাগুলো নিয়ে আমার কাছে হাজির হয়। কুড়িয়ে পাওয়া টাকাগুলো ফেরত দেওয়ার পর সাকিবকে উপহার হিসেবে কিছু টাকা দিয়েছিলাম। কিন্তু সে তা গ্রহণ করেনি। এই শিশুর সততায় আমি মুগ্ধ।

স্থানীয় মাহাতাব উদ্দিন বলেন, সাকিব এতগুলো টাকা কুড়িয়ে পাওয়ার পরও ফেরত দেওয়ার ঘটনা উপস্থিত সবাইকে অবাক করেছে। এলাকার সব শ্রেণির মানুষ সাকিবের মহানুভবতা দেখে প্রশংসা করছেন।

ঊষার আলো-এসএ