UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী গ্রেফতার

ঊষার আলো
নভেম্বর ১৭, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৫০ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ  করা হয়। এদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫২জন পুরুষ এবং ৪৩জন নারী। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছে বলে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন এ বিষয়টি নিশ্চিত করেন। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে সেটি এখনও জানা যায়নি।

গ্রেফতারকৃতদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এমনকি অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন।

(ঊষার আলো-আরএম)