UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফি এবার বিসিবি নিয়ে মুখ খুললেন

ঊষার আলো
মার্চ ২৩, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বিসিবির নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিসিবি সম্পর্কে কথা বলেছেন। মাশরাফি জানান, বিগত ২০ বছরে তার একটা ফিটনেস টেস্ট ফেল ছিল না। কিন্তু বিসিবি যখন বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলে, তখন খুব অবাক লাগে।
৭১ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে মাশরাফির সাক্ষাৎকারের প্রথম পর্ব মঙ্গলবার (২৩ মার্চ) প্রচার হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমারতো ফিটনেস কোনোদিন ফেলই নাই। অনেককেই বলতে শুনেছি মাশরাফি হয়তোবা ফিট নাও থাকতে পারে। বাইরের একজন দর্শক নাও জানতে পারেন, কিন্তু বিসিবির দায়িত্বে থেকে যারা এমন কথা বলে তখন খুবই অবাক লাগে।’ এ সময়, তারা (বিসিবির দায়িত্বপ্রাপ্তরা) আসলেই কোনো তথ্য রাখে বা ঠিকমতো অফিস করে কিনা প্রশ্ন রাখেন মাশরাফি।
ফিটনেসের ব্যাপারে সাবেক অধিনায়ক বলেন, ‘বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল ছিলো না।’ বিসিবির কাছ থেকে কিছুটা সত্যি কথা আশা করেছিলেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পুরোটা না হোক কিছুটা সত্য বললে তাও হতো। তাদের কাছ থেকে কিছুটা সত্যতো আশা করতেই পারি আমি।
ক্যারিয়ারের শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন জানিয়ে মাশরাফি বলেন, বাংলাদেশে যদি কোনো কিছু নিয়ে আপনাকে অ্যাটাক করা হয়, তাহলে যেটাকে আপনি ছাড় দিচ্ছেন সেটাই আপনার জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো আমার বিগত ২০ বছরে যত ইনজুরি আসুক আমার একটাও ফিটনেস ফেল নাই।
মাশরাফির বাদ পড়া নিয়ে হেড কোচ’র সঙ্গে কথা হয়েছে কিনা এ বিষয়ে তিনি জানান, রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। তবে পাকিস্তান সিরিজের আগে কথা হয়েছিল। তখন মাশরাফিকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘সে সময় আকরাম ভাইরা ওই রুমে ছিলেন।
ডোমিঙ্গো-আকরামরা মাশরাফির কাছে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তখন মাশরাফি তাদের বলেছিলেন, ‘আমি বিশ্বকাপে যে পারফর্ম করেছি আমি আশা করি না। আমি যাবো। তখন আমাকে জিজ্ঞেস করা হয়, “তোমার প্ল্যান কী আমি জানি না। তবে তুমি বাদ দিলেও আমাকে একটু আগে জানিও। নিলেও একটু আগে জানিও।” তো দুটোর জন্যই আমার মেনটাল একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তারপর আর কথা হয়নি।’
বিসিবিকে নিয়ে মাশরাফি এমন একটা সময় মুখ খুললেন, যখন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে। কেননা, সাকিব নিজেও বিসিবির কিছু বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন। বিসিবিকে দেওয়া চিঠির ব্যাপারেও তিনি কথা বলেন। জানান, চিঠির কোথাও তিনি উল্লেখই করেননি যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে চান না। এমনকি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হতে পারবেন বলেও তিনি দাবি করেন। এদিকে গত রোববার আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আগেরদিন যা বলেছিলেন, তা নিয়ে কোনো অনুতাপ তার নেই।

(ঊষার আলো-এমএনএস)