UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত, দুজন আহত

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্তে দেশটির নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন।এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল অর্ধশতাধিক জেলেকে, যাদের পরবর্তী সময়ে ছেড়ে দেয়া হয়েছে।

গুলিতে নিহত জেলে ওসমান গনি শাহপরীরদ্বীপের কোনারপাড়ার বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে। গুলিবিদ্ধ দুজন হলেন শাহপরীর দ্বীপের বাজারপাড়ার বাসিন্দা রাজু ও মাঝেরপাড়ার মো. রফিক। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেন ট্রলারের মালিক মো. কায়সার।

শাহপরীর দ্বীপের ইউনিয়ন পরিষদ সদস্য আবদুস সালাম বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমার এলাকার ছয়টি ট্রলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এ সময় মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে।

‘এতে একজন মারা যায়। এ ছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি।’

সেন্টমার্টিনের অদূরে বুধবার বিকেলে ৩০ কিলোমিটার বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি বোটে ওই ঘটনা ঘটে। জেলেরা শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন ট্রলারে ছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিনের কাছাকাছি মাছ শিকার করে ফেরার সময় একটি ট্রলারকে গুলি করে মিয়ানমার নৌবাহিনী। ট্রলারে থাকা একজন জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আর বাকি দুজন গুলিবিদ্ধ হয়েছেন।’

ট্রলারের মালিক মো. কায়সার বলেন, ‘সেন্টমার্টিনের কাছাকাছি মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমার ট্রলারের দিকে অতিক্রম করছিল। মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে হঠাৎ আমার ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়।

‘এতে আমাদের এক জেলে মারা গেছে আর দুই জেলে গুলিবিদ্ধ হয়। আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি; গুলি করতে থাকে।’

আহত জেলে মোহাম্মদ রফিক বলেন, ‘অলি আহমেদের ট্রলার নিয়ে গত চার দিন আগে ১০ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। আজ (বৃহস্পতিবার) ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশ অবস্থান নেয়া মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলে।

‘ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা সেন্টমার্টিন দ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় পরপর গুলিবর্ষণ করে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। আরেকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্যরা অক্ষত আছে।’

এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্তে নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খেঁজখবর নেয়া হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিনের কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত ও দুইজন গুলিবিদ্ধ হন। ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। কোস্ট কার্ড গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসছে। ফিরে এলে বিস্তারিত জানানো হবে।