UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে বৃষ্টি : খেলা বন্ধ

pial
মে ২৫, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ঢাকা টেস্টের ৩য় দিনের সকালটা দারুণ ছিল টাইগারদের জন্য। শুরুতে নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ফিরিয়েছিলেন এবাদত হোসেন। এরপর দুর্দান্ত এক ডেলেভারিতে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে আউট সাকিব আল হাসান। তবে মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ রয়েছে।

এর আগে ২ উইকেটে ১৪৩ রান নিয়ে ২য় দিন শুরু করে শ্রীলঙ্কা। ২য় দিনে ১ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান কাসুন রাজিথা। ১২ বলে ০ রান করেই তিনি বোল্ড হন এবাদতের বলে।

এরপর বাংলাদেশকে দ্রুতই ২য় উইকেট এনে দেন সাকিব। ১৫৫ বলে ৮০ রান করা করুণারত্নেকে করা তার বল অফ স্টাম্পে পড়ে টার্ন করে স্টাম্পে আঘাত হানে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠিয়ে কিছুটা স্বস্তিতে রেখে বাংলাদেশের জন্য দিনশেষ করেন তিনি।

(ঊষার আলো-এসএইস)