UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিলারের ক্যাচ ফেললে সূর্যকুমারকে বাদ দিতেন রোহিত!

usharalodesk
জুলাই ৬, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই তুমুল ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সমর্থকদের নিয়ে রোড শো এবং মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশাল সংবর্ধনাসহ আরও কত কি।
শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের নিয়ে বিশেষ সংবর্ধনা দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। যেখানে উঠে এসেছে ফাইনালের মহারণে সূর্যকুমারের আলোচিত সেই ক্যাচ।

নিজের বক্তব্যে সূর্যকে টেনে রোহিত বলেন, ‘দারুণ দলগত প্রচেষ্টায় জিতলাম। সূর্য একটু আগেই সবাইকে বলল কীভাবে মিলারের মারা বলটা ওর হাতে বসে গিয়েছিল। বলটা না ধরতে পারলে পরের ম্যাচে আমি ওকে নিশ্চিতভাবেই বসিয়ে দিতাম’।
বিশ্বকাপ জয় করায় ঘরের ছেলেদের সংবর্ধিত করায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ধন্যবাদ জানিয়েছেন রোহিত।

‘মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে আগে বিধান ভবনে এ রকম অনুষ্ঠান আয়োজিত হয়নি। ১৩ বছর পর দেশকে বিশ্বকাপ জেতাতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে আমার।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম বলেই লো ফুলটস দেন হার্দিক পান্ডিয়া।  বেশ জোরের সঙ্গে উড়িয়ে মারলেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন ডেভিড মিলার। আর এতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত।

ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যাচ নেওয়ায় দলের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের সেরা ফিল্ডারের পুরস্কার পান সূর্যকুমার। ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।

ঊষার আলো-এসএ