UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং

usharalodesk
আগস্ট ২, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে তাকে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মিন অং হ্লাইং ঘোষণা দিয়েছেন ২০২৩ সালের আগস্টের মধ্যে বহুদলীয় জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতা দখল করেন সে দেশের সেনাবাহিনী। সেদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের ঘটনা ঘটে। সেদিন মিয়ানমারে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। এর প্রতিবাদে, রাস্তায় নামেন সু চি সমর্থকরা। বিক্ষোভকারীদের বিষয়ে কড়া পদক্ষেপ নেন সেনাবাহিনী। অভ্যুত্থানের পর ৯৩৯ জনকে হত্যা করেছে মিয়ানমারের সরকারি বাহিনী।

(ঊষার আলোআরএম)