ঊষার আলো ডেস্ক : বন্দুকের ভয়কে আর পাত্তা না দিয়ে মিয়ানমারে গণতন্ত্রকামীদের আন্দোলন প্রতিদিন আরও বেগবান হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের উপর গুলি এবং ধরপাকড় এখনও অব্যাহত রেখেছে জান্তাসরকার। তারই মধ্যে মিয়ানমারের প্রশাসনিক অঞ্চল সাগাইংয়ের তামু এলাকায় গেরিলা হামলা চালিয়ে অন্তত ৩ সেনা সদস্যকে হত্যা করেছে অভ্যুত্থান বিরোধীরা।
জানা যায়, কালায় অঞ্চলে মোতায়েন করা সেনারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে তামুতে আসবে সে খবর পেয়ে যান স্থানীয়রা। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার সময় বিক্ষোভকারীরা সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখে। এশিয়ান হাইওয়েতে সেনা বহর ওঠার পর পরই শুরু হয়ে যায় সংঘর্ষ। সংঘর্ষে ৩ জন সেনা নিহত হন। গোলাগুলি চলার সময় স্থানীয় একজন বাসিন্দা সড়কের উপর চলে আসলে সেনারা তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
অন্যদিকে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর হতে এই পর্যন্ত প্রায় ৬০০ থেকেও বেশি মানুষ নিহত হয়েছেন। মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে প্রায় ৮০ জনেরও বেশি মানুসের প্রাণ গেছে বলে জানায় আন্দোলনকারীরা।
(ঊষার আলো-এফএসপি)