UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ২০ গ্রামবাসী

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলে মাগওয়েতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাঙ্গ উপশহরের কাছে সেনাবাহিনী বৃহস্পতিবার ৪টি গাড়িতে শতাধিক সেনা সদস্য আসে। মাইন থার ও আশেপাশের চারটি গ্রামের নিরাপত্তা নিশ্চিতেই এ সেনারা এসেছিল। আর তাদের গ্রামে প্রবেশ ঠেকাতে গুলি শুরু করে জাতীয় ঐক্যের সরকারের প্রতিরোধ বাহিনী। এবং পরে দুই পক্ষে গুলি বিনিময় শুরু হয়ে যায়।

গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের কাছে কেবল হাতে তৈরি বন্দুকই ছিল। সেনাদের গুলি শুরু হলে এগুলো আসলে অকার্যকর হয়ে যায়। অস্ত্রের ভারসাম্য না থাকায় বহু মানুষ হতাহত হয়েছে।’

তিনি আরও জানান, প্রতিরোধ বাহিনীর অধিকাংশ সদস্যই তরুণ। নিহতদের মধ্যে ৫ জন নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে মাধ্যমিক স্কুলের এক শিক্ষকও আছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। আর সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাবেক সরকারের পার্লামেন্ট সদস্যরা জাতীয় ঐক্যের সরকার গঠন করেন।

(ঊষার আলো-এফএসপি)