UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৬৭

pial
নভেম্বর ২০, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। সাগাইং রাজ্যে সংঘঠিত এ সংঘর্ষ চার দিনে অন্তত ৬৭ সেনা নিহতের দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস ‘পিডিএফ’।

বিপরীতে ৬০ জনের বেশি বিদ্রোহী আহত হয়েছেন বলে দাবি সামরিক সরকারের মিত্র এসএনএ-র।
এদিকে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। খবর ইরাবতী।

শুক্রবার (১৮ নভেম্বর) মিয়ানমারের কারাগার হতে মুক্তি পেয়ে টোকিও পৌঁছান জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুবতা। এরই জেরে এদিন দেশটির কারাগারে থাকা সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার।

একই সাথে জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানান তারা। তার আগে চলতি সপ্তাহেই চার বিদেশিসহ প্রায় ছয় হাজার বন্দিকে মুক্তি দেয় জান্তা সরকার।

অন্যদিকে, মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র হিসেবে পরিচিত শান্নি আর্মিদের সাথে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর।
আর এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের।

সংবাদমাধ্যমটি অপর এক প্রতিবেদনে জানা যায়, গত তিন দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছে। বিপরীতে ২ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হয়।

২০২১ সালে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখলের পর হতেই জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী গোষ্ঠীগুলো। আর তাদের দমন করতেই দেশটির বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনীও।

(ঊষার আলো-এফএসপি)