UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

ঊষার আলো
আগস্ট ৯, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে গ্রীন লাইন পরিবহনের ডাবলডেকার বাসের ধাক্কায় বাসচালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে মিরসরাই সদর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত গ্রীনলাইন পরিবহনের চালক আনোয়ার হোসেনে বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুল আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গ্রীনলাইন পরিবহনের ডাবলডেকার বাস একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাস চালক নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ