UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জন পিলজার আর নেই

usharalodesk
জানুয়ারি ১, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় যেসব বিদেশি সাংবাদিক নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন, তাদের একজন জন পিলজার। ৮৪ বছর বয়সী এই বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক গত শনিবার লন্ডনে মারা গেছেন।

জন পিলজারের পরিবারের পক্ষ বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, তার সাংবাদিকতা ও প্রামাণ্য চিত্রকর্ম বিশ্বজুড়ে সমাদৃত হবে। কিন্তু আমাদের পরিবারের কাছে তিনি একজন দারুণ বাবা, দাদা এবং সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

অস্ট্রেলিয়ায় জন্ম নিলেও জন পিলজার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন লন্ডনে। তিনি শুরু থেকেই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও আদিবাসী লোকজনের ওপর সংখ্যাগরিষ্ঠদের আচরণ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন।

এছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ, বায়াফ্রাসহ বিভিন্ন সংঘাতের সংবাদ নিজে সরাসরি সংগ্রহ করেছেন। কর্মজীবনে তিনি রয়টার্স, ডেইলি মিররসহ ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে কাজ করেছেন। দুর্দান্ত সব প্রামাণ্যচিত্র নির্মাণের কারণে আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার জিতেছেন তিনি।

ঊষার আলো-এসএ