UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কচুয়ার আহবায়ক কমিটি অনুমোদন

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : সকল মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের হাতকে শক্তিশালী করতে এখনি সময়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলার কচুয়া উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।

কচুয়া উপজেলা শাখা আহবায়ক মোঃ ফারুক শেখ ও সদস্য সচিব আক্কাস আলী শেখ।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক বাবলু শেখ, যুগ্ম আহবায়ক কাজি মহাসিন, যুগ্ম আহবায়ক শরিফ খান বাপ্পি।

সদস্য এ্যাড লালন ফকির. সেখ সুলতান আলী, সাইদুল মাঝি, মুক্তা লাল দাস, আশিকুর রহমান বাদন, রুহুল আমিন সেখ, কহিনুর বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোস্তফা শেখ, মোঃ বাচ্চু মিয়া, সিরাজুল সরদার, আসলাম সরদার, এ্যাড মীর আল ফয়সাল, সসরদার শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল মাঝি, দেবাশীষ কুমার শীলসহ ২২ সদস্যের বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি ঘোষণা করেন সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারও সাধারণ সম্পাদক শিকদার রেজাউল কবির মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা।

এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে র্পূণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। কচুয়া উপজেলা নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের প্রতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার শাখার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছাও অভিন্দন জানান। সকল মুক্তিযোদ্ধা সন্তানদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের হাতকে শক্তিশালী করতে এখনি সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা কমিটি গোষনা শেষ এসব কথা বলেন তিনি।

মাসুম হাওলাদার আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু’র আদর্শের পথ ধরে শেখ হাসিনা’র নেতৃত্বে নানা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।