খুলনা জাতিসংঘ পার্কে ঈদ আনন্দ মেলার ভেতর ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিম (১৯)কে গ্রেফতার করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফরিদপুর জেলার নিউ মার্কেট এলাকা থেকে র্যাব-১০ ( সিপিসি-৩) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ফাহিম খুলনা মহানগরীর ফেরিঘাট এলাকার বাসিন্দা ভুট্ট’র ছেলে। শুক্রবার দুপুরে খুলনা র্যাব-৬ এর সদর দপ্তর থেকে এক মেইল বার্তায় এ তথ্যা জানায়।
র্যাব- ৬ জানায়, গত ১০ এপ্রিল রাত ১১টায় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ফাহিম গ্রেফতার করে। আসামি ফাহিমকে খুলনা সদর থানায় হস্তান্তর করেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে র্যাব-৬ গ্রেফতারের পর থানায় সোর্পদ করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওসি মাসুম আরও জানায়, পলাশ হত্যাকাণ্ডে এ পর্যন্ত প্রধান আসামিসহ ৬ জনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ০৬ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে কেএমপি খুলনার খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ইজিবাইক চালক পলাশের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে পলাশকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। পলাশ চিকিৎসাধীন অবস্থায় গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ হত্যাকা-ে পলাশের পিতা মো: আব্দুল হামিদ খান বাদী হয়ে ১৬-১৭ জন আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
ঊআ-বিএস