ঊষার আলো ডেস্ক : বর্তমান সময়ে বিশ্বসেরা ফুটবলারের তালিকায় সবার উপরে থাকবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। কিন্তু সর্বকালের সেরা হওয়া দৌঁড়ে শীর্ষে কে, তা নিয়ে রয়ে যায় বিতর্ক।
যদিও বেশিরভাগ ফুটবল সমর্থকই মেসিকে সেরা হিসেবে মনে করেন, তবে অনেকেই সেটির বিপক্ষে।
এবার সেই তর্কে যোগ দিলেন পিএসজিতে থাকা মেসির সতীর্থ আন্দের এরেরাও। কোনো তর্ক ছাড়াই তিনি মেসিকে সর্বকালের সেরা বলে মনে করেন। যদিও বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর অবশ্য ফর্ম খরায় ভূগছেন মেসি। তবে বর্তমান ফর্ম দিয়ে মেসিকে বিবেচনা করতে নারাজ এরেরা। স্প্যানিশ এ ফরোয়ার্ড মনে করেন সবদিক চিন্তা করলেই মেসি সবসময় সেরাই।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এরেরা বলেছেন, ‘সকলেই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। আর না পারলেই করে সমালোচনা। যদি সে ৫০ গোল করতে না পারে তাহলেই মানুষ কথা বলে। ’
মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর আগের মতো গোল পাচ্ছেন না। ভাগ্যও সহায় হচ্ছে না। তার বেশ কয়েকটি শট বারে লেগে ফিরে আসে। এরেরা মনে করেন যে, সেগুলো গোল হলে মৌসুমটা ভালো দেখাতো মেসির, ‘ভুলে গেলে চলবে না, মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তার মৌসুমটা খুবই ভালো দেখাতো। আর আমার কাছে, কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা। ’
(ঊষার আলো-এফএসপি)