UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেসির দুর্দান্ত ৫ গোল, ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ!

pial
জুন ৬, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০১২ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৫ গোল করেছিলেন লিওনেল মেসি। এখন সেই ৩৪ বছর বয়সে জাতীয় দলের হয়ে ফিরিয়ে আনলেন সেই স্মৃতি। এস্তোনিয়ার বিপক্ষে রবিবার (৫ জুন) প্রীতি ম্যাচে এমন নান্দনিক ও বিধ্বংসী রূপে আবির্ভুত হন মেসি। দলের ৫-০ গোলের জয়ে সবকটি গোলই তিনি করেন।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অনেকবারই অনেক প্রশংসায় ভাসিয়েছেন এ জাদুকরকে।
আর এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোলের পর কোচ কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারলেন।

‘আমি জানি না, মেসিকে নিয়ে আর কী বলা যায়। খুবই কঠিন (নতুন কিছু বলা), বর্ণনার আর কোনো শব্দই তো আমার বাকি নেই। সে যা করে, সবকিছুই অনন্য ও এই দলে তাকে দেখাটা দারুণ এক ব্যাপার। আমি কেবল তাকে ধন্যবাদই জানাতে পারি, তাকে দেখাটা তৃপ্তির।’

(ঊষার আলো-এফএসপি)