UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

ঊষার আলো
জুন ১০, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেহেরপুর জেলার সদর থানার ঈদগাহ পাড়ার রিপন হোসেন নামের এক ব্যক্তির বাড়ির তিনতলার একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকালে কবির নামে গন্ধরাজ তেল কোম্পানির প্রতিনিধির লাশ উদ্ধার করা হয়। কবির হোসেন মাগুরা জেলার বাসিন্দা। কবির হোসেন ঐ বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে বাড়ির মালিক মোঃ রিপন বলেন, কবির হোসেন গত ৩ জুন এসেছে আমার বাসায়। মেহেরপুর আলেয়া ষ্টোরের মালিকের ছেলে মহব্বত ভাই নিজে এসে তাকে আমার বাসায় তুলে দিয়ে যায়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা জানান, প্রাথমিকভাবে তার মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন এখনও পৌছায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঊষার আলো-এমএনএস)