UsharAlo logo
রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে মিলন মেডিকেল হলে চুরি

ঊষার আলো
মে ৪, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেহেরপুরের সদর উপজেলার বারাদী বাজারে মিলন মেডিকেল হলে মঙ্গলবার (৪ মে) দুপুর ২টার দিকে ২লক্ষ টাকা চুরি হয়েছে।
দোকান মালিক মিলন জানান, দুপুরে দোকান খোলা এবং টাকার লকারে লক করে মসজিদে হাত মুখ ধৌত ও পানি পান করার জন্য কিছু সময় বাইরে যান। এসে দেখেন টাকার লকার ভেঙ্গে ২লক্ষ টাকা কে বা কারা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, অপরিচিত তিনটা লোক আমার দোকানের সামনের একটি চায়ের দোকানে বসে থাকতে দেখেছেন, এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের এস আই আব্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)