UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৬টি স্বর্ণের বারসহ আটক ২

usharalodesk
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মেহেরপুর থানার টহল পুলিশের অভিযানে ছয়টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌণে ৬টার দিকে মেহেরপুর শহরের শিব মন্দীরের পাশে জোছনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন- নারায়নগঞ্জের বন্দর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৪) ও ঢাকার ১৮ নয়াতলা, মগবাজার এলাকার শেখ আশরাফুল কবীরের স্ত্রী কানিজ ফাতেমা (৪০)।

ওসি রফিকুল ইসলাম বলেন, আটকরা ঢাকা থেকে বাসে করে এসে মেহেরপুর শহর হয়ে কাথুলি বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন। শহরের জোছনা বেকারির সামনে সদর থানার টহল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন তাদের সন্দেহভাজন মনে করে তল্লাশি করতে চান। পরে তাদের তল্লাশি করে শরীরে কালো স্কচটেপ মোড়ানো ছয়টি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, তাদের আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, মেহেরপুর সীমান্তের এক ইউপি সদস্যের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের পক্ষ থেকে তাদের বিপক্ষে মেহেরপুর সদর থানায় একটি মামলা দিয়ে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ